ঢাকাMonday , 13 October 2025
  • অন্যান্য

জঙ্গিদের আমাদের হাতে তুলে দাও, নাহলে…’ পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি আফগানিস্তানের

আন্তর্জাতিক ডেক্স
October 13, 2025 3:26 am । ১১৩ জন

চাটগাঁইয়া ওয়েবডেক্স: সংঘাতের মাঝেই এবার পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি আফগানিস্তানের। পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদতপুষ্ট ইসলামিক স্টেট জঙ্গিদের অবিলম্বে তালিবানের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সাফ জানিয়ে দিয়েছেন, পাকিস্তান যদি এই জঙ্গিদের আফগানিস্তানের হাতে তুলে না দেয় তবে এর ভয়ংকর ফল ভুগতে হবে ওদের।

রবিবার বিবৃতি জারি করে মুজাহিদের তরফে জানানো হয়েছে, ‘পাকিস্তানের মাটিতে ঘাঁটি গেড়ে থাকা ইসলামিক স্টেট জঙ্গিদের আফগানিস্তানের হাতে তুলে দিতে হবে। অথবা এই সন্ত্রাসীদের দেশ থেকে বহিষ্কার করতে হবে। যদি পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করে সেক্ষেত্রে ভয়ংকর ফল ভোগ করতে হবে পাকিস্তানকে। আশা করব পাকিস্তান তার প্রতিশ্রুতি পালন করবে।’ পাশাপাশি মুজাহিদের অভিযোগ, পাকিস্তান তাদের মাটিতে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর অস্তিত্ব অস্বীকার করে চলেছে। অথচ খাইবার পাখতুনখোয়াতে আইসিসের প্রশিক্ষণ শিবির আজও সক্রিয়। এই ঘাঁটি থেকেই ইরান ও মস্কোতে হামলার পরিকল্পনা করা হয়েছিল। শাহাব আল মুহাজি-সহ পাকিস্তানে লুকিয়ে থাকা একাধিক আইসিস কমান্ডারের নাম উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, তালিবানের দাবি, কাবুলে সাম্প্রতিক হামলায় পাক সেনার পাশাপাশি জড়িত ছিল ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীও। এর বদলা নিতে শনিবার রাতে পাকিস্তান সীমান্তে হামলা চালায় তালিবান নিয়ন্ত্রিত আফগান সেনা। ঘটনায় প্রাথমিকভাবে ১৫ জন পাক জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গেলেও তালিবান দাবি করছে সেই সংখ্যাটা আসলে ৫৮। শুধু তাই নয়, ডুরান্ড লাইন বরাবর কুনার এবং হেলমান্দ প্রদেশ-সহ বেশ কিছু জায়গায় থাকা পাক সেনার আউটপোস্টও দখল করে নেওয়া হয়েছে বলে দাবি করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রক।

আফগান সেনা একটি বিবৃতিতে জানিয়েছে, কাবুলে পাক সেনা যে বিমান হামলা চালিয়েছিল, তার প্রতিশোধ নিতেই পালটা পাকিস্তানের বিভিন্ন সীমান্ত এলাকায় হামলা চালানো হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণাকের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি বলেন, “আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তান যে হামলা চালিয়েছিল, তাঁর বদলা নিতেই এই অভিযান চালানো হয়েছে। আফগানিস্তানের মাটিতে যদি ফের কোনও হামলা চালানো হয়, তাহলে তার কড়া জবাব দিতে আমরা প্রস্তুত।”

[caption id="attachment_1950" align="alignnone" width="242"] ভর্তি চলছে........[/caption]