চাটগাঁইয়া ওয়েবডেক্স: অব্যাহত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্কযুদ্ধ’। শুক্রবারই তিনি চিনের বিরুদ্ধে ১০০ শতাংশ শুল্ক ঘোষণা করলেন। যা কার্যকর হবে ১ নভেম্বর থেকে। বর্তমানে যে শুল্ক ধার্য করা আছে, নতুন শুল্ক তার উপর চাপাচ্ছে আমেরিকা। ফলে চিনের বিরুদ্ধে আমেরিকার শুল্কের হার এখন ১৪০ শতাংশে পৌঁছবে আগামী মাসের প্রথমদিন থেকে। তবে এই তারিখ এগিয়েও আসতে পারে। হোয়াইট হাউস জানিয়েছে, যদি চিন আমেরিকার উপরে কোনও ‘আক্রমণাত্মক’ পদক্ষেপ করতে চায়, তাহলে অক্টোবর থেকেই নয়া শুল্ক আরোপ করা হতে পারে।
কেন হঠাৎই এমন সিদ্ধান্ত নিলেন ট্রাম্প? সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের দাবি, বিরল খনিজ রপ্তানির উপর চিন নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করতে চেয়েই এমন পদক্ষেপ করলেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশালে ট্রাম্প দাবি করেছেন, চিনের ওই সিদ্ধান্তে গোটা বিশ্বেই প্রভাব পড়ত। সেই সঙ্গেই তিনি জানান, আন্তর্জাতিক বাণিজ্যে চিনের ‘দাদাগিরি’ খর্ব করতেই আমেরিকার দীর্ঘকালীন পরিকল্পনার অংশ নতুন পদক্ষেপ।
অথচ ট্রাম্প এর আগে গত আগস্টেই বলেছিলেন, তিনি ৯০ দিনের আগে বেজিংয়ের উপরে শুল্ক চাপাবেন না। জানিয়েছিলেন, আগামী ১০ নভেম্বর রাত ১২টা বেজে ১ মিনিট পর্যন্ত স্থগিত রাখা হবে নয়া শুল্ক লাগু করার সিদ্ধান্ত। অর্থাৎ এই সময়কালে যে শুল্ক নেওয়া হচ্ছে তাই বলবৎ থাকবে। কিন্তু সেই সময়কালের অনেক আগেই সিদ্ধান্ত বদল করলেন ট্রাম্প। আচমকাই ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপালেন চিনের উপরে।
এদিকে সদ্য বহু কসরতের পরও নোবেল ফসকে গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে। শুক্রবার নোবেল কমিটি ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোর নাম ঘোষণা করেছে। এই ঘটনায় নোবেল কমিটির বিরুদ্ধে ফুঁসে উঠল হোয়াইট হাউস। কড়া প্রতিক্রিয়া দিয়ে হোয়াইট হাউস জানিয়েছে, ‘নোবেল কমিটি আসলে শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দিয়েছে।’






ভর্তি চলছে........[/caption]