ঢাকাTuesday , 2 September 2025
  • অন্যান্য

আমি একাই বিরোধী দলের ভূমিকা পালন করতে চেষ্টা করেছি- আবুল কালাম আজাদ

6dpiq
September 2, 2025 5:18 am । ১১৭ জন

চাটগাঁইয়া ওয়েবডেক্স :

দশম সংসদ নির্বাচনের অজানা কাহিনী দশম সংসদের নির্বাচন যথাযথভাবে হয়েছে এবং আমি বিএনএফ প্রার্থী হিসেবে টেলিভিশন প্রতীক নিয়ে ১৪ দলীয় জোট প্রার্থী কর্ণেল আবদুল লতিফ মল্লিক ‘কে ৪৩ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম।

এ নির্বাচনে নানামুখী চাপের মুখে বিএনএফ এর ২৬ প্রার্থীকে প্রার্থীতা প্রত্যাহার করতে হয়েছে এবং শেষতক নানান প্রতিকুল পরিস্থিতি মোকাবিলা করে ২২ জন প্রার্থী লড়ে ছিল। নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের দিনশেষে জানা গেল আওয়ামী লীগ জোট ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্ধীতায় জয়লাভ করে এবং সরকার গঠনের জন্য প্রস্তুতি নিতে আর কোন বাধা থাকলোনা।

বিএনএফ’ ঢাকা – ১৭ আসনে জয়লাভ করে নিবন্ধনের পরপরই সংসদ সদস্য হিসেবে সংসদীয় দায়িত্ব পালনের সুযোগ লাভ করে।

যাঁদের সহযোগীতায় সংসদে প্রতিনিধিত্ব করতে সুযোগ পেয়েছি তাদের স্মরণ করি এবং মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া আদায় করছি অবিরত। দশম সংসদে একমাত্র বিএনএফ’ই সরকারের বাইরে জোট মহাজোট বহির্ভূত ছিল এবং সংসদে আমি একাই বিরোধী দলের ভূমিকা পালন করতে চেষ্টা করেছি৷ ঢাকা-১৭ আসনের জনগণ স্বাক্ষী আমিই দলনিরপেক্ষ থাকতে চেষ্টা করেছি এজন্য দলবাজ- দলকানারা সন্তুষ্ট ছিলো না।

২০১৪-১৮ সাল পর্যন্ত আমার সময়কালে নির্বাচনি এলাকার জনগণ দারুণভাবে এনজয় করেছে এবং কোন রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেনি। মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সহায় হোন। পরের একাদশ সংসদের নির্বাচন নিয়ে সপ্তাহ শেষে আলোচনা করবো ইনশাআল্লাহ।

আবুল কালাম আজাদ
সাবেক সংসদ সদস্য
সভাপতি, বিএনএফ

[caption id="attachment_1950" align="alignnone" width="242"] ভর্তি চলছে........[/caption]